বদলে যাচ্ছে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর! সড়ক, এক্সপ্রেসওয়ে ও রেলপথে যাওয়া যাবে সরাসরি। আর এ লক্ষ্যেই এখানে গড়ে তোলা হচ্ছে বহুমুখী যোগাযোগব্যবস্থা। এতে যানজট কিংবা অন্য কোনো ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের। চলতি বছরের মধ্যেই এসব অবকাঠামো নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরাও বলছেন, বিমানবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন!
রাজধানী ঢাকার যানজট, আর ক্ষণে ক্ষণে ট্রাফিক সিগন্যাল। রাস্তাতেই ঘণ্টার পর ঘণ্টা অপচয় হয় নগরবাসীর মূল্যবান সময়। এর মধ্যে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী আকাশপথের যাত্রীরা।
যাত্রাপথের এ ভোগান্তি ঘোচাতে উন্নত বিশ্বের আদলে বহুমুখী (মাল্টিপল) যোগাযোগব্যবস্থা থাকছে নির্মাণাধীন এ বিমানবন্দরের থার্ড টার্মিনালে। চোখ জুড়ানো নির্মাণশৈলী আর স্বয়ংক্রিয় সেবার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের সহজ, দ্রুত ও নিরাপদ যাতায়াতে থাকছে বিশেষ ব্যবস্থাও।
নির্মাণাধীন শাহজালাল থার্ড টার্মিনালের মূল নকশা দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে আকাশপথের যাত্রীদের আশান্বিত করছে বহুমুখী প্রবেশ ও বের হওয়ার সংযোগ মাধ্যম। সড়ক পথের পাশাপাশি বিমানবন্দরে সরাসরি আসতে এরই মধ্যে এ টার্মিনালের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। নির্মাণ কাজ শেষের দিকে উত্তরা ও বিমানবন্দর স্টেশন ব্যবহার করে আসা রেল যাত্রীদের জন্য ফ্লাইওভার। সেবা মিলবে বিআরটিএ পদ্ধতিতেও।
এ ছাড়া নির্মাণ শেষ হওয়ার পথে ভবিষ্যতে পরিকল্পনায় থাকা কমলাপুর রেলস্টেশন থেকে বিমানবন্দরে আসার পাতাল রেল সংযোগ পয়েন্টের কাজ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সময় সংবাদকে বলেন, যেকোনো ট্রান্সপোর্ট লাইনেই সরাসরি বিমানবন্দরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। হাইওয়ে, এলিভেডেট এক্সপ্রেসওয়ে ছাড়াও ভবিষ্যতে পাতাল রেলের সঙ্গে টানেল তৈরি করে রাখা হচ্ছে এখনই। রেলওয়ে স্টেশন, হজ ক্যাম্প থেকে টানেলের মাধ্যমে বিমানবন্দরে আসার সব ব্যবস্থাপনা টার্মিনালের সঙ্গে করার পরিকল্পনা করা হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের সমন্বিত পদক্ষেপের অভূতপূর্ব এমন ব্যবস্থায় সব প্রান্ত থেকেই বাধাহীনভাবে যাত্রীরা নামতে পারবেন সরাসরি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে।
পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, বহুমুখী যোগাযোগ ব্যবস্থাপনায় অনেক সুবিধা রয়েছে। রেল, সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো ও বিআরটিএর সুবিধা থাকলে, যার যেটা দরকার সেটা ব্যবহার করা যাবে।
তৃতীয় টার্মিনাল নির্মাণসহ শতভাগ কাজ শেষে এক নতুন রূপে দেখা মিলবে হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post