ডেড সি বা মৃত সাগরের কাছে একটি গুহা থেকে ১ হাজার ৯০০ বছরের পুরনো চারটি তলোয়ার উদ্ধার করেছেন ইসরায়েলের একদল গবেষক। তলোয়ারগুলোর মধ্যে তিনটি কাঠের খাপের মধ্যে ছিল। এগুলোর লোহার ধারালো অংশ ৬০ থেকে ৬৫ সেন্টিমিটার লম্বা।
বিবিসি জানায়, রোমান সেনাদের কাছ থেকে লুট করার পর যুডিয়া বা যিহূদিয়া বিদ্রোহীরা এগুলো গুহায় লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। যিহূদিয়াদের ইসরায়েলের প্রাচীন অঞ্চল যিহূদার অধিবাসী মনে করা হয়।
ইসরায়েলের পুরাকীর্তিবিষয়ক কর্তৃপক্ষ আইএএ’র পরিচালক এলি এসকাসিদো বলেন, এ ধরনের আবিষ্কার নাটকীয় এবং চমকপ্রদ। ডেড সি’র চারপাশের শুষ্ক মরুভূমির কারণে তলোয়ারগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষিত রয়েছে। তবে ইসরায়েলের অন্য এলাকায় থাকলে নষ্ট হয়ে যেত।
৫০ বছর আগে ডেড সি’র কাছে একটি পাহাড়ি গুহায় হিব্রু লিপিতে লেখা অসম্পূর্ণ শিলালিপি পাওয়া গিয়েছিল। এরিয়াল ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক আসাফ গায়ের, হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের ভূতাত্ত্বিক বোয়াজ ল্যাংফোর্ড এবং আইএএ’র আলোকচিত্রী শাই হালেভি শিলালিপি নিয়ে গবেষণার জন্য সম্প্রতি ওই গুহায় যান। গবেষণার এক পর্যায়ে আসাফ গায়ের গুহার ভেতরে একটি ফাটলের মধ্যে সুরক্ষিত অবস্থায় রোমান সেনাদের ব্যবহৃত বর্শা দেখতে পান। পাশেই আরেকটি অংশে দেখতে পান তলোয়ারগুলো। গবেষকেরা এই আবিষ্কারের কথা জানানোর পর অন্য একটি গবেষক দল গুহার ফাটল সম্পর্কে জরিপ চালান। সবশেষ তলোয়ারগুলো নিয়ে ফিরে আসেন তাঁরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post