যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাওয়া অভিবাসীদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। কিন্তু এ জীবনে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না কয়েক লাখ বিদেশির। কারণ গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে করতেই আয়ুষ্কাল ফুরিয়ে যাবে তাদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ক্যাটো ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য ১৮ লাখের বেশি আবেদন জমা পড়ে আছে। এর মধ্যে ৬৩ শতাংশ বা প্রায় ১১ লাখ আবেদনই ভারতীয়দের। এর সঙ্গে ফ্যামিলি-স্পন্সর ব্যবস্থায় গ্রিন কার্ডের আবেদন আটকে রয়েছে প্রায় ৮৩ লাখ।
ক্যাটো ইনস্টিটিউট বলছে, নতুন ভারতীয় আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের এই ‘ব্যাকলগ’ বা জট যাবজ্জীবন কারাদণ্ডের মতো। দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতির জন্য তাদের অপেক্ষা করতে হতে পারে ১৩৪ বছরেরও বেশি। ফলে অন্তত ৪ লাখ ২৪ হাজার কর্মসংস্থান-ভিত্তিক আবেদনকারী অপেক্ষা করতে করতেই মারা যাবেন। যাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি থাকবেন ভারতীয়।
যুক্তরাষ্ট্র এসটিইএম অর্থ্যাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত সংক্রান্ত কাজের জন্য প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় এবং চীনা নাগরিকদের নিয়োগ দিয়ে থাকে। কিন্তু কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ড পেয়ে থাকেন কোনো একটি দেশের মাত্র সাত শতাংশ আবেদনকারী। এই নিয়মটাই মূলত সমস্যায় ফেলে দিয়েছে ভারতীয়দের।
দীর্ঘদিন গ্রিন কার্ডের জন্য অপেক্ষা যুক্তরাষ্ট্রে একটি সংকটে পরিণত হয়েছে। সমাধানে বাইডেন প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিলেও জট কাটেনি। আর তাতেই অস্থির হয়ে উঠেছেন ভারতীয় আবেদনকারীরা। এমনকি জীবদ্দশায় কখনোই গ্রিন কার্ড না পাওয়ার দুশ্চিন্তা তাড়িয়ে বেড়ায় তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post