টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রেমিকের সহায়তায় স্বামীকে বালিশচাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার ভোরে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একটি গ্রামে এমন ঘটনা ঘটে। আটক অসীম চন্দ্র পাল (৩৫) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কোনা গ্রামের বাসিন্দা। আটক নারী (৩০) ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ১১-১২ বছর আগে ধনবাড়ীর এক যুবকের সঙ্গে বিয়ে হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার এক তরুণীর। এক যুগের সংসার জীবনে তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে সন্তান। বিয়ের আগে ছাত্রজীবনে আটক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অসীমের। বিয়ের পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ বেড়ে যায়। মাঝেমধ্যে গৃহবধূর সঙ্গে দেখা করতে ধনবাড়ীতে চলে আসত অসীম।
আটক নারীর স্বামীর ভাষ্য, গত মঙ্গলবার গভীর রাতে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখতে পান তিনি। অবস্থা বেগতিক বুঝে তাঁকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার দিলে বাড়ির মানুষ ও প্রতিবেশীরা ছুটে আসেন। আটক করেন তাঁর স্ত্রী ও অসীমকে। অসীমকে কিছু উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বুধবার সকালে গিয়ে গৃহবধূ ও অসীমকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন, মামলার প্রক্রিয়া চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post