উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তার স্বার্থে রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে। যানবাহনের ওজন নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সরকারের আইনের অংশ হিসেবে এই বিধান সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, ‘এর উদ্দেশ্য হলো আমাদের উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।’
নতুন নিয়ম কার্যকর করতে ভারী যানবাহনের ওজন ও আকার পরিমাপের জন্য বসানো হবে স্মার্ট বৈদ্যুতিক গেট ব্যবস্থা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post