শাহরিয়ার শাদমান (২২) নামের রাউজানের এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। নিহত প্রবাসী নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়ার প্রবাসী জানে আলমের একমাত্র পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেছেন, শাদমান গত আট মাস আগে প্রবাসে গিয়েছিলেন। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যাওয়ার সংবাদ পরিবারে পৌঁছালে পরিবারের সদস্যদের আহজারি শুরু হয়। শাদমান নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ভাগিনা ও গ্রামের প্রয়াত সমাজ সেবক সৈয়দ আহমেদের নাতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post