সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ ফারুক নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আমিরাতের আল আইন সিটি জিমি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারুক ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ার ফয়জুল হকের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে ফারুক দ্বিতীয়। দেড় বছর আগে তিনি আমিরাতে আসেন। জানা গেছে, আমিরাতের আল আইন সিটিতে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গত ১৪ দিনে ১২জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ২ জন সড়ক দুর্ঘটায়, ১ জন ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় এবং অন্যরা স্ট্রোক করে মারা গেছেন।
পারিবারিক অসহযোগিতা ও কলহের কারণে স্ট্রোকে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে বলে আমিরাতে বসবাসরত প্রবাসীরা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post