সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেয়া যায়, বিমানের পাখার ওপর নাচানাচি করছেন একজন নারী কেবিন ক্রু। কিছুক্ষণ পর আরেকজন পুরুষ কেবিন ক্রু এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এ নিয়ে তদন্তও শুরু করেছে তারা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমধ্যমে বোয়িং ৭৭৭ বিমানের পাখায় দুইজন কেবিন ক্রুর নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে। বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী এই ভিডিও ধারণ করেন। এরপর ভিডিওটি সামাজিক মাধ্যমে তা প্রকাশ হতে না হতেই রীতিমত ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক নারী কেবিন ক্রু বিমানের পাখায় নাচানাচি করছেন। এর কিছুক্ষণ পর অপর এক পুরুষ ক্রু সদস্যও বেরিয়ে এসে নাচতে শুরু করেন। এছাড়াও বিমানের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ক্রু সদস্যদের ছবি তোলার জন্যও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।
চলতি মাসের শুরুর দিকের এই ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এ বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাদের (কেবিন ক্রু) এ ধরনের আচরণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’
সংস্থাটির মুখপাত্র মাইকেল পেলজার বলেন, ‘ভিডিও দেখে হাস্যকর মনে হলেও এটি আসলে তাদের জীবনের জন্য হুমকিস্বরুপ ছিল। বোয়িং ৭৭৭-এর পাখাগুলো প্রায় পাঁচ মিটার (১৬.৪ ফুট) উঁচু। এমন উচ্চতা থেকে নিচে পড়ে গেলে তারা মারা যেত।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র জরুরি কোনো মুহূর্তে যেমন কোনও দুর্ঘটনা, বিস্ফোরণ এ ধরনের ঘটনায় বিমানের পাখায় ওঠার অনুমতি আছে ক্রু সদস্যদের।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post