ওমানের তাপমাত্রা এবং আবহাওয়াজনিত পরিবর্তন নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে। এর মধ্যেই টেকসই পদক্ষেপের অংশ হিসেবে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ওমান এয়ার। এখন থেকে এয়ারের প্রিমিয়াম কেবিনে কম্বল ও মেট্রেসের মোড়কে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পেপার ইউজ করবে সংস্থাটি। পাশাপাশি সকল কাজে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে কাজ করছে তারা।
এয়ারলাইনের ফ্লাইট কার্যক্রমের সময় অতিথিদের দেয়া ম্যাট্রেস এবং চাদরগুলো মোড়াতে এখন থেকে প্লাস্টিক নয়, ব্যবহার করা হবে পাতলা ব্র্যান্ডেড পেপার। পরিবেশ দূষণ কমাতে ওমানের সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজায়নের এই সিদ্ধান্ত নেয়া হলো। এতে বছরে ২১.৬ টন প্লাস্টিক বর্জ্য কমে আসবে।
সাম্প্রতিক সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সতর্কতাও জানানো হয়েছে। এদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে, ফলে সবুজায়নের প্রতি ব্যাপক গুরুত্ব দিচ্ছে ওমান। বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ইতোমধ্যে সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post