সোমবার বিকালে চার ওসিসহ মোট ১১ জন পরিদর্শকের রদবদলের আদেশ জারি করা হয়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে আরও চারটি থানার ওসি বদল হয়েছে। বদলি হওয়া চার থানার ওসির মধ্যে রয়েছে- ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও ইপিজেড। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার ওসিসহ মোট ১১ জন পরিদর্শককে বদলি করা হয়েছে। আর সদ্য যোগদান করা কয়েকজন সহকারী কমিশনারকে পদায়ন করা হয়েছে।
সিএমপি থেকে জানা যায়, রদবদল হওয়া ওসিদের মধ্যে ডবলমুরিং থানার ওসি মো. সাখাওয়াত হোসেনকে গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনে বদলি করা হয়েছে। আর তার স্থলাভিষিক্ত করা হয়েছে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবি’তে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে হালিশহর থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিনকে। আর হালিশহরে পাঠানো হয়েছে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়সার হামিদকে। ইপিজেড থানার ওসি আব্দুল করিমকেও বদলি করা হয়েছে সিটিএসবি’তে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইনকে।
কোতোয়ালী পরিদর্শক (অপারেশন্স) আরমান হোসেনকে দেওয়া হয়েছে একই থানার তদন্তের দায়িত্ব। সিটিএসবি’র নুরুল বাশার দায়িত্ব পেয়েছেন কোতোয়ালীর অপারেশেন্সে।
ক্রাইম শাখার পরিদর্শক আল মামুনকে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা বিভাগের পশ্চিম জোনের শহিদুর রহমানকে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।
এর আগে গত ২০ অগাস্ট পাঁচলাইশ ও খুলশী থানার ওসি পরিবর্তন করা হয়েছিল। এদিকে সদ্য নিয়োগ পাওয়া ৩৮তম বিসিএস’র পাঁচ সহকারী কমিশনারসহ সাত সহকারী কমিশনারকে পদায়ন করা হয়েছে।
পদায়ন হওয়া সহকারী কমিশনাররা হলেন- সব্যসাচী মজুমদারকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার, শরীফুল আলম চৌধুরী সুজনকে সদর দপ্তরে, নূরে আলম মাহমুদকে অপরাধ শাখায়, মারেফুল করিমকে সহকারী কমিশনার (ফোর্স), মাহমুদুল হাসানকে ট্রাফিক দক্ষিণ জোনে পদায়ন করা হয়েছে।
এছাড়া আবু জাফরকে রিজার্ভ অফিসে এবং রিজার্ভ অফিসের মো. জাহাঙ্গীরকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়েছে। এছাড়া আরও সাত পরিদর্শক নতুন দায়িত্ব পেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post