বাহরাইনে থাকা বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু করার আশ্বাস দিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফা। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন। গত সোমবার ক্রাউন প্রিন্সের গুদায়বিয়া প্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত তার সময়ে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইনের বাদশাহ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীসহ দেশটির সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। করোনা মোকাবিলায় বাহরাইন সরকারের নেওয়া কার্যকরী পদক্ষেপের প্রশংসা করেন। রাষ্ট্রদূত একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন।
বৈঠকে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার খোলাসহ ভিসা পাওয়া সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য জোর দেন। উত্তরে ক্রাউন প্রিন্স অন্যান্য বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রাষ্ট্রদূতের বাহরাইন ছেড়ে যাওয়ার আগে বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা প্রদানের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
সালমান বিন হামাদ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। ঐ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post