মাঝ আকাশে বিস্ফোরক দিয়ে চলন্ত প্লেন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। এ ঘটনার পর মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রী গ্রেপ্তার হয়েছেন। জানা যায়, সোমবার সিডনি থেকে কুয়ালালামপুর যাচ্ছিল বিমানটি। যাত্রা শুরুর ঘণ্টা তিনেক পর সেটিকে ফিরিয়ে আনা হয় সিডনিতে। সেখানকার বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার দেখায় অস্ট্রেলিয়ার পুলিশ।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘চ্যানেল নিউজ় এশিয়া’ জানিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ সিডনি বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে রওনা দেয় এমএইচ-১২২। তাতে ১৯৯ যাত্রীসহ ১২ জন কর্মী ছিলেন। অভিযোগ, মাঝ আকাশে হঠাত এক মধ্যবয়সী যাত্রী বলতে আরম্ভ করেন, বিমানটিকে উড়িয়ে দেব। এখনই বিমানটিকে উড়িয়ে দিবো। সেসময় তার সঙ্গে একটি ব্যাকপ্যাকও ছিল। অবশ্য তাতে বিস্ফোরক জাতীয় কিছুই ছিল না।
মালয়েশিয়া এয়ারলাইন্সের মুখপাত্র পরে সিএনএকে বলেন, এ ঘটনার পর যাত্রীদের স্বার্থেই ফ্লাইট কমান্ডার বিমানটিকে সিডনিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post