রাষ্ট্রীয় সফরে মিশর গেলেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। রবিবার (২১ মে) মাস্কাটের রয়্যাল প্রাইভেট বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে রওয়ানা দেন সুলতান। এসময় তার সাথে মন্ত্রী পরিষদ এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছিলেন। ভ্রাতৃপ্রতিম দেশ মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে দুইদিন অবস্থান করবেন সুলতান।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, মিশরের সাথে ওমানের সম্পর্ক শত বছরের পুরনো। তবুও সুলতানের এবারের সফরের মাধ্যমে সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। সুলতানের এই সফরের মাধ্যমে ঐতিহাসিক বেশকিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। একইসাথে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, সুলতানের এ সফরকে কেন্দ্র করে রবি ও সোমবার দেশটির সুলতান কাবুস সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ দুইদিন বারাকা প্যালেস রাউন্ডএবাউট থেকে রয়্যাল প্রাইভেট বিমানবন্দর অর্থাৎ পুরনো মাস্কাট এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সুলতানের নিরাপত্তায় এবং জনস্বার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post