গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ওমানের বাংলাদেশ ক্রিকেট ক্লাব। ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টি টেন এক্স ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের গ্রুপ পর্বের ম্যাচের সর্বশেষ ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বাংলাদেশ ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিলো মাস্কাট রকস্টার। টসেজিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের ক্যাপ্টেন আরফাজ। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের বোলারদের দাপুটে বোলিং এ প্রতিপক্ষ দল মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট ক্লাবের পক্ষে চমৎকার বোলিং করেন জহিরুল ইসলাম, মিজানুর রহমান ও ইশতিয়াক রাশেদ। জবাবে ৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব।
এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান জুবায়ের পূর্বের ন্যায় এই ম্যাচেও দারুণ ব্যাটিং করেছে। এই জয়ের ফলে বাংলাদেশ ক্রিকেট ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে, বাংলাদেশ ক্রিকেট ক্লাব একমাত্র বাংলাদেশী টিম যারা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post