ওমানের বর্তমান করোনা পরিস্থিতিতে দেশটির জনশক্তি মন্ত্রণালয় মৎস্য ও খনি খাতের বেসরকারি সংস্থাগুলিকে পুনরায় ওমানিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে চলতি বছর থেকে ২০২৪ সাল পর্যন্ত চলবে। এই চার বছরে দেশটির দুটি খাতের বিভিন্ন কাজে কর্মরত শ্রমিকদের ওমানিকরন করার লক্ষমাত্রা নির্ধারণ করেছে।
রবিবার দেশটির টাইমস অব ওমানের এক সংবাদে বলা হয়, ওমানের খনি খাতে চলতি বছরের শেষ নাগাদ শতাংশের অনুপাতে ৫২ শতাংশ ওমানীকরণ অর্জন করবে বলে আশা করা যাচ্ছে। যা ২০২৪ সাল নাগাদ ৬০-৬৫ শতাংশে পৌঁছবে। বর্তমানে এই খাতটিতে ৩৫ শতাংশ ওমানীকরণের বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে ২০২৪ সালের মধ্যে পেশাদার কর্মী ও সাধারণ কর্মীর অনুপাত আরও ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ ওমান থেকে ভারত ও পাকিস্তানে আরও ফ্লাইট পরিচালনার ঘোষণা
ওমানের মৎস্য খাতে ওমানীকরণ শতাংশের অনুপাতে, ২০২০ সালের মধ্যে এই খাতে ৫০ শতাংশ ওমানীকরণ করার লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২০২৪ সালের মধ্যে ৭০-৭৫ শতাংশে উন্নতি করা সম্ভব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post