ওমানে ইদানীং প্রবাসীদের আক্রান্তের সংখ্যা কমেছে এবং বেড়েছে ওমানিদের আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত কয়েকদিনের হিসেব অনুযায়ী এই চিত্র ফুটে উঠেছে। দেশটিতে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১১৯৭ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ২৭৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৭০৯ জন ওমানি নাগরিক এবং ৪৮৮ জন প্রবাসী। দেশটিতে মোট আক্রান্ত ৩৮,১৫০ জন, সুস্থ ২১,২০০ জন।
ওমানে গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা করা হয়েছে ৩২৯২ জন, সেইসাথে গত ২৪ঘণ্টায় ৮৩৭ জন সুস্থ হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৬২ জন নতুন হাসপাতালে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৪২৩ জন, যাদের মধ্যে ১১৮জন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন।
এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৭৩৮ জনের। একই সময় দেশে আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৫ হাজার ৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ মানব পাচার প্রতিরোধে ওমানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮০৯ জনের মধ্যে। শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ।
আপনার মন্তব্য: