বাংলাদেশকে খয়রাতি বলে কটাক্ষ করা ভারতীয়দের মাথাপিছু আয়কে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। স্ট্যাটিস্টিকর তথ্য অনুযায়ী ভারতের মাথাপিছু আয় ২০২০ অর্থবছরে ছিল ১ লাখ ৩৫ হাজার ৪৮ ভারতীয় রুপি। শুক্রবার (২৬ জুন) ডলারের বিপরীতে ভারতের রুপির দর ছিল ৭৫ দশমিক ৪৯ রুপি। সেই হিসাবে ডলারে রূপান্তর করলে ভারতীয়দের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৯ মার্কিন ডলার। বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট অনুযায়ী ২০২১ অর্থবছরে ভারতের মাথাপিছু আয় করোনার কারণে কমবে ৫ দশমিক ৪ শতাংশ এবং মাথাপিছু আয় হবে ১ দশমিক ৪৩ লাখ রুপি। সেই হিসাবে ডলারে এর মূল্য দাঁড়ায় ১ হাজার ৮৯৫ ডলার।
আরও পড়ুনঃ ওমানে প্রায় ৬০ শতাংশ রোগী সুস্থ, খুলে দেওয়া হচ্ছে বর্ডার
এদিকে সিইস ডাটা ডটকমের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ভারতের মাথাপিছু আয় ছিল ডলারে ২ লাখ ১৩ হাজার ৯ দশমিক ২২ ডলার। একই সময়ে ২০১৯ সালে ছিল ২ হাজার ৪৪ দশমিক ৫৮৬ ডলার।
বাংলাদেশের মাথাপিছু আয় গতবছর অর্থাৎ ২০১৯ অর্থবছরের সালের শেষে ছিল ১ হাজার ৯০৯ ডলার। ২০২০ সালে এসে মাথাপিছু বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৩ ডলার। আর ২০২১ সালে বাজেটের সময় প্রাক্কলন করা হয়েছে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়াবে ২ হাজার ৩২৬ ডলার। সে হিসাবে খয়রাতি বলে বাংলাদেশকে তাচ্ছিল্য করা ভারতীয়দের মাথাপিছু আয় এখন বাংলাদেশের চেয়েও কম। সিইসডাটা ডটকমের দেয়া তথ্য হিসাব করলেও ভারতীয়রা মাথাপিছু আয়ে বাংলাদেশের থেকে ৩৯ ডলার কম আয় করছেন। আর যদি ভারতীয় রুপিতে আয়ের হিসাব করা যায় তবে সেই হিসাবে ভারতের আয় বাংলাদেশের থেকে এখন ২৭৮ ডলার কম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post