বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় স্থান করে নিয়েছে ওমানের মাস্কাট বিমানবন্দর। ব্রিটিশ স্কাইট্র্যাক্স শ্রেণিবিন্যাস অনুযায়ী, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৩ সালের জন্য এই তালিকায় জায়গা পেয়েছে। রবিবার (১৯ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
২০২৩ সালের বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। এ তালিকায় প্রথমে আছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। গত দুই বছর প্রথম স্থানে থাকা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে। ১৫ মার্চ ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ নামের পুরস্কারটির বিভিন্ন বিভাগে সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়।
এতে মাস্কাট বিমানবন্দর টানা দ্বিতীয় বছরের জন্য সেরা বিমানবন্দরের তালিকায় বিশ্বব্যাপী ৪২ তম স্থান ধরে রেখেছে। ওমান আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে শ্রেণীবদ্ধ অন্যান্য বিমানবন্দরগুলোর মধ্যে আছে দোহা, দুবাই, বাহরাইন, রিয়াদ এবং জেদ্দার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
এবার প্রথম দশে রয়েছে এশিয়ার একাধিক বিমানবন্দর। এ তালিকায় স্থান পেয়েছে অঞ্চলটির ৫টি আঞ্চলিক বিমানবন্দরও। ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ায় সেরা। এ ছাড়া সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় আছে দেশটির হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও মুম্বাই বিমানবন্দর। তবে তালিকার কোনো ক্যাটাগরিতেই নেই বাংলাদেশের কোনো বিমানবন্দরের নাম। স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দরবিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সাল থেকে ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।
সারা বিশ্বের প্রায় দুই কোটি যাত্রীর মতামতের ভিত্তিতে এবার সেরা বিমানবন্দরের এ পুরস্কার দেওয়া হয়েছে। যাত্রীদের মূল্যায়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের কেন্দ্রস্থল হয়ে ওঠা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম হয়েছে। এ ছাড়া বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দরের পুরস্কার জিতেছে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, কর্মীসেবার জন্য দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর সেরা হয়েছে, নিরাপত্তাব্যবস্থার দিক দিয়ে সেরা হয়েছে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post