ভয়াবহ টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গেছে সৌদি আরবের মক্কা প্রদেশের তায়েফ শহর। স্মরণকালে এমন ভয়াবহ ধুলাবালির ঘূর্ণিঝড় এর আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ১৩ মার্চ স্থানীয়দের চোখের সামনেই টর্নেডোয় ওই এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। টর্নেডোর পর বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে ওই টর্নেডো। মুহূর্তেই গাছ উপড়ে গেছে, আর চ্যাপ্টা হয়ে গেছে অসংখ্য যানবাহন।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) তায়েফ শহরে এই টর্নেডোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটিকে সাময়িক উল্লেখ করে তারা জানিয়েছে, অল্প পরিসরে, স্বল্প সময়ের জন্য বজ্রপাতসহ এ ধরনের টর্নেডো হয়ে থাকে। এর আগেও এ ধরনের টর্নেডো হয়েছে বলেও জানিয়েছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। এদিকে টর্নেডোয় বাসিন্দাদের খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছে এনসিএম। তবে সতর্কতা হিসেবে এ ধরনের টর্নেডো এড়িয়ে চলতে মানুষজনদের পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post