বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটে ফ্লাইট চালু করছে ওমান এয়ার। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে ফ্লাইট শুরু হচ্ছে ওমান ভিত্তিক এ বিমানের। যা চলবে সপ্তাহের সোম, বুধ, শুক্রবার ও রবিবার। দীর্ঘদিন পর এ রুটে ওমান এয়ারের সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে ভাড়াও কমার পাশাপাশি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে মত বিমান যাত্রীদের।
বিমান সংস্থাটির চট্টগ্রামের প্রধান মো. আসিফ চৌধুরী বলেন, গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল আয়োজনের কারণে কাতার রুটে ফ্লাইটের চাপ ছিল। যার কারণে চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইট সাময়িক বাতিল করে তা অন্য রুটে যুক্ত করা হয়। তবে আগামী ২৬ মার্চ থেকে আবারও চট্টগ্রাম থেকে সরাসরি সপ্তাহে চারটি ফ্লাইট শুরু হচ্ছে। দু’দিন সকালে এবং দু’দিন রাতে ফ্লাইট পরিচালিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post