দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন নাদিম। তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে সাথে ছিলেন আরো কয়েকজন বাংলাদেশি। কিন্তু ভাগ্যের নির্মমতায় শুক্রবার ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৫ বাংলাদেশি মারা যান। এতে আহত আরও দুই বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতালয়প্রধান মো. কামরুল আলম খান গণমাধ্যমকে জানান, ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল। গাড়িটি বেফুর্ট ওয়েস্ট শহরের অদূরে লোকানকা নামের এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির নিচে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশগামী যাত্রী ফেনীর আনিসুল হক মিলন (৩৮) ও গোপালগঞ্জের নাহিদ আহমেদ (৩৫)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post