মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন জাহিদ হাওলাদার (৩০)। মার্চের প্রথম সপ্তাহে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সে জন্য ১৯ ফেব্রুয়ারি আত্মীয়ের বাড়িতে বিদায় আনতে যাচ্ছিলেন জাহিদ। কিন্তু পথে মোটরসাইকেলের সঙ্গে ইজি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান তিনি। রোববার বেলা ১১টার দিকে পশ্চিম নোমোরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহিদ হাওলাদার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের প্রয়াত সালাম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, বেলা ১১টায় জাহিদ মোটরসাইকেল চালিয়ে নোমোরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বাজারের কাছাকাছি পৌঁছালে জাহিদের মোটরসাইকেল ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহিদ পরে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর টমটমসহ (অটোরিকশা) চালক পালিয়েছে; টমটম ও চালক শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post