প্রিয়জনদের সাথে সময় কাটাতে দুবাই থেকে দেশে ফিরছিলেন সাব শেখ নামে এক বাংলাদেশি প্রবাসী। কিন্তু ভাগ্যের নির্মমতায় মাঝ আকাশেই মারা যান তিনি। ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে এই প্রাণহানি ঘটে। শনিবার মাঝ-আকাশে হার্ট অ্যাটাকে ওই যাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।
আকাশপথে মেডিক্যাল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হওয়ায় দুবাই ছেড়ে আসা ফ্লাইটটি পাকিস্তানে জরুরী অবতরণ করেও তাকে বাঁচানো যায়নি। বিবৃতিতে ফ্লাই দুবাই বলছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে স্মার্টউইংসের পরিচালিত ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বাংলাদেশি ওই যাত্রীকে মৃত ঘোষণা করেছেন।
করাচি বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। একইসাথে বিমানবন্দরে অবতরণের সাথে সাথে ওই যাত্রীর জন্য চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অবতরণের সময়ই ওই যাত্রী মারা যান বলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ঘোষণা দিয়েছেন।
ফ্লাই দুবাইয়ের ওই বাংলাদেশি যাত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশি ওই যাত্রীর বয়স ৫৯ বছর। তার নাম শাব শেখ। আমিরাতের এই বিমান সংস্থা বলেছে, ফ্লাইটের একটি দল প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। এমন মর্মান্তিক ঘটনায় ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ফ্লাই দুবাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post