গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেসিডেন্সি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৬ হাজার ৮৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দেশে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ হাজার ৭১৩ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৪ হাজার ২৯ জন সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১১৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাশাপাশি সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে ৬৭ শতাংশ ইয়েমেনি, ২৮ শতাংশ ইথিওপিয়ান এবং ৫ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদিকে, ওমানে গবাদি পশু চুরির অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। ১৮ ফেব্রুয়ারি ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, মুসান্দাম প্রদেশের খাসাব অঞ্চলে এক ওমানি নাগরিকের বাসা থেকে সেই পশু চুরি করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post