মালয়েশিয়ায় কৃষিখাতে শ্রমের চাহিদা মেটাতে দেশব্যাপী ১ লাখ ৮৬ হাজার বিদেশি শ্রমিকের প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফুং হিন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কৃষি খাতে বিদেশি শ্রমিকদের কর্মসংস্থান বিষয়ক কৃষি-খাদ্য শিল্প সংলাপ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় উপমন্ত্রী জানান, কৃষিখাতে শূন্যপদ পূরণের জন্য দেশটিতে চলমান লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত মোট ৩ হাজার বিদেশি কর্মী নিবন্ধিত হয়েছেন এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় (এমএএফএস) এ খাতের বর্তমান শ্রমিক সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট বেশ কয়েকটি পক্ষ, বিশেষ করে মানবসম্পদ মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগের সঙ্গে কাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post