বাংলাদেশ থেকে প্রফেশনাল টেকনোলজিস্ট, নার্স ও কেয়ার গিভার সহ বিভিন্ন পেশার আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে আমিরাতে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী আবদুল রহমান আবদুল মান্নান আল আওয়ারের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠকে এ আলোচনা হয়।
দ্বিপাক্ষিক এ বৈঠক উভয় দেশের মন্ত্রীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেন আমিরাতের মন্ত্রী। বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মিনিস্টার (লেবার-লোকাল) ফাতেমা জাহান, সংযুক্ত আরব আমিরাতের অ্যাক্টিং এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সায়মা ইউসেফ আলওয়াধসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মীদের দক্ষতার সনদের স্বীকৃতির বিষয়ে উভয় দেশ কাজ করবে বলেও সম্মত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post