ব্রুনাইয়ের অভিবাসন আইন ভঙ্গ ও নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী মো. সুমন মাতবর নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির রয়্যাল ব্রুনাই পুলিশ ফোর্স (পিপিডিবি)। পলাতক মো. সুমন মাতবর বহুদিন ধরে ব্রুরাইয়ে বসবাস করছেন। তার পাসপোর্ট নম্বর A022633377। এ ঘটনায় তার নিয়োগকর্তা বন্দর সেরি বেগাওয়ানের মুয়ারা থানায় একটি প্রতিবেদন দাখিল করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রয়্যাল পুলিশ ফোর্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, পালাতক সুমনের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সরাসরি ২৭৭০১৪০, পুলিশ ইমার্জেন্সি লাইন ৯৯৩ অথবা আশপাশের যেকোনো থানার মাধ্যমে মুয়ারা থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post