ওমানের অন্যতম পর্যটন নগরী মাতরায় এবার চালু হচ্ছে ক্যাবল কার। এটি চালু হলে রাজধানী মাস্কাটের এই মাতরাহ অঞ্চল পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
টাইমস অব ওমানের সঙ্গে একান্ত আলাপচারিতায় মাতরা মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য হামুদ আল ওয়াহাইবি বলেন, ক্যাবল কার প্রকল্পটি এ বছরই বাস্তবায়িত হবে। আমরা মাস্কাট পৌরসভার অনুমতির অপেক্ষায় রয়েছি এবং একবার অনুমোদন হয়ে গেলে, গুরুত্বপূর্ণ পর্যটন প্রকল্পটি শিগগিরই বাস্তবায়িত হবে।
এটি কর্নিশ মাছ বাজারের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সাগরের উপর দিয়ে চলে যাবে কালবো পার্ক পর্যন্ত। মাঝে আল-রিয়াম পার্কের সামনে একটি স্টপেজ থাকবে। যেখানে রাইডাররা বিশ্রাম নিতে পারবে এবং চা, কফি, জুসের মতো পানীয় গ্রহণ করতে পারবে
তিনি বলেন, এই ক্যাবল কার প্রকল্পের আকৃতি হবে প্রায় ৫ কিলোমিটার এবং জনপ্রতি খরচ পড়বে প্রায় ৪-৬ রিয়াল। ক্যাবল কারের সংখ্যা হবে ৩৪টি এবং এই প্রকল্পটি একটি বিদেশী সংস্থার সাথে অংশীদারিত্বে একটি ওমানি সংস্থা দ্বারা পরিচালিত হবে বলে জানান হামুদ আল ওয়াহাইবি।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post