মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকায় ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ওই এলাকার চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঈদগাঁও কলেজের গেইটে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post