ঢাকা বিমানবন্দরে হ্যারি জ্যাগার্ড নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অপরাধে আনসার সদস্য রাশেদ সিরাজুলকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালের মধ্যে তাকে তার সব জিনিসপত্র নিয়ে আনসার ব্যারাক থেকে চলে যেতে বলা হয়েছে।
বাংলাদেশে বেড়াতে আসা বিদেশি ট্রাভেল ভ্লগার এবং সামজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যারি জ্যাগার্ড ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে না গিয়ে ভুল করে আন্তর্জাতিক টার্মিনালে চলে যান। তখন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) এক সদস্য তাকে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। রাশেদ সিরাজুলও ড্রাইভওয়ে পর্যন্ত সেই বিদেশি পর্যটককে এগিয়ে দিয়ে আসেন তিনি।
তবে পরবর্তীতে সহায়তার জন্য হ্যারি জ্যাগার্ডের কাছে টাকা দাবি করেন রাশেদ সিরাজুল। তিনি রাশেদকে কিছু টাকাও দেন। দুই দিন আগে ইউটিউবে এ ভিডিও প্রকাশিত হয়। এরপরই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
সূত্র জানায়, হ্যারি জ্যাগার্ডের ভিডিওটি দেখে সেই এভসেক সদস্য রাশেদ সিরাজুলকে শনাক্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আনসার বাহিনী থেকে আসা এই সদস্য বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) কর্মরত। প্রত্যাহার ছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনসার বাহিনীকে অনুরোধ জানিয়েছেন বেবিচক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post