চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে তর্কের জেরে বাদশা মিয়া নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ মাহাবুব নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক নুরুল আলম বলেন, বাদশা মিয়াকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রেহেনা আক্তার থানায় মামলা করেছেন। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়া দুই মাস আগে ওমান থেকে দেশে আসেন। তিনি দুই সন্তানের জনক।
বাদশার শ্যালক নুরুল মোমেন জানান, বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে নিজের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় মোহাম্মদ মাহাবুব শনিবার সকালে মেশিন ও পাইপ বসান। এ সময় পুকুরে পানি কম থাকায় বাদশা এতে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে বাদশাকে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post