ভিসা ছাড়াই যাওয়া যাবে কাতার, এমনই সু সংবাদ দিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালে যারা হায়াকার্ড নিয়ে কাতারে এসেছিলেন তারা আবারও ভিসা ছাড়া নিয়মিত দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ পাবেন হায়াকার্ডধারী ব্যক্তিরা। তবে আলাদা কোনো ফি প্রদান করতে হবে না। বিমানবন্দরসহ সকল বন্দরে তারা ই-গেইট ব্যবহার করবেন।
নতুন নিয়মে যারা কাতার যাবেন, তাদের অবশ্যই নতুন করে হেলথ ইনস্যুরেন্স করতে হবে। রিটার্ন টিকেট দেখাতে হবে। হোটেল বুকিং অথবা পরিচিত কোনো ব্যক্তির বাড়িতে থাকার বিষয়ে উল্লেখ করতে হবে। এ ছাড়াও ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে। বাকী অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে।
বিবৃতিতে আরও জানানো হয়, যারা হায়াকার্ড দিয়ে কাতারে আসবেন তারা তাদের পছন্দের আরও তিনজন আত্মীয় বা বন্ধুকে কাতারে আসার আমন্ত্রণ জানাতে পারবেন। নতুন এই ঘোষণায় কাতারে বসবাসরত অনেক প্রবাসী তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের আবারও সঙ্গে রাখার সুযোগ পাচ্ছেন। আর এতে খুশির আমেজ বইছে বাংলাদেশি কমিউনিটিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post