প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেল সৌদি আরব, দেশটিতে এখন থেকে আর প্রবাসীদের লাগছেনা ইকামার প্রিন্ট কপি। প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (ইকামা) নবায়ন করার পর শুধু মাত্র ডিজিটাল কপি দেখালেই চলবে এমনটি জানিয়েছেন সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত)।
এতে বলা হয়, প্রবাসীরা তাদের ইকামা নবায়ন করলে হার্ড কপি বহন না করে স্মার্টফোনে তাদের ডিজিটাল ইকামা ব্যবহার করতে পারবেন এবং এর প্রিন্ট-আউট নিতে জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। মুকিম আইডির (আবাসিক পরিচয়) বৈধতা ইস্যু করার তারিখ থেকে পাঁচ বছর এবং এর নবায়নের জন্য অবশ্যই নিয়োগকর্তাকে আবশার প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি বছর অনলাইনে করতে হবে।
প্রবাসীদের ইকামা নবায়নে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার তিন দিন পর জরিমানা করা হবে। প্রথমবারের মত জরিমানা ৫০০ রিয়াল এবং পুনরাবৃত্তি হলে এক হাজার রিয়াল জরিমানা করার কথা বলা হয়েছে। গৃহকর্মী এবং অনুরূপদের এই পদ্ধতি থেকে বাদ দেওয়া হয়। ইকামা ইস্যু করার জন্য ওয়ার্ক পারমিট, রেসিডেন্সি পারমিট, কর্মচারীর লেভি এবং অন্যান্য ফি আলাদাভাবে প্রদানের অনুমতি দিয়েছে জাওয়াজাত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post