ওমান ও দুবাই সীমান্তের মধ্যবর্তী স্থানে গোলাগুলিতে এক ওমানি নাগরিকের মৃত্যু হয়েছে। এতে দুবাইতে নিযুক্ত ওমান দূতাবাসের পক্ষথেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। দূতাবাস নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমানির নাগরিকের দুর্ঘটনার সমস্ত বিবরণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে এই ঘটনার মুল রহস্য এখনও জানা যায়নি। বৃহস্পতিবার ওমান অবজারভারের এক সংবাদে বলা হয় যে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী সীমান্তে গোলাগুলিতে গত মঙ্গলবার (১৬-জুন) সন্ধ্যায় এক ওমানি নাগরিক মারা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post