বাংলাদেশের সাংবাদিকদের তীর্থ স্থান জাতীয় প্রেসক্লাব, ১৯৫৪ সালে ২০ শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর নেতৃত্বে এসেছেন অসংখ্য প্রথিতযশা সাংবাদিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়ে আছে এই জাতীয় প্রেসক্লাব। সাংবাদিকদের এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৩১ শে ডিসেম্বর। এবারও পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খ্যাতনামা সাংবাদিক শ্যামল দত্ত। এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।
১৬ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্টের কার্যালয়ে নব নির্বাচিত কমিটিকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সকল কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের প্রেসিডেন্ট শিবলী আল সাদিক। এই সময়ে ইউএই প্রেসক্লাবের অভিনন্দন বার্তা জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেয়া হয়।
অভিনন্দন জানানো ইউএই বাংলাদেশ প্রেস ক্লাবের বাকি সদস্যরা হলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি কামরুল হাসান জনি, সিনিয়র সহ সভাপতি মামুন রশিদ, সহ-সভাপতি মু্হাম্মদ মোরশেদুল আলম, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, সাফায়েত উল্লাহ, সদস্য উসমান চৌধুরী, জাসেদুল ইসলাম, ইরফানুল ইসলাম, মুহাম্মদ নৌশের আলম সুমন, আরিফ শিকদার বাপ্পী, মুহাম্মদ রবিউল হুসাইন নাহিদ, মামুন মাহিন, মুহাম্মদ আশরাফুল ইসলাম, মুহাম্মদ ইমদাদুল হক, মুহাম্মদ নিয়াজ, মুহাম্মদ সাজন আহমেদ সাজু, কে এ সৌরভ খাঁন, ইয়াসিন মাহমুদ প্রমুখ। উল্লেখ্য: পূর্বে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post