চার বছর আগে বিমানে মূল্যবান জিনিস ভর্তি একটি স্যুটকেস হারিয়েছিল। কয়েকদিনের ব্যর্থ অনুসন্ধানের পর, কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্যাগটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে! সে থেকে ব্যাগের আশা ছেড়ে দিয়েছিলেন তার মালিক। তাকে কিছু জিনিসের জন্য ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল।
আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ চার বছর পর সুটকেসটি ফেরত পেলেন তার মালিক, তাও প্রায় অক্ষত অবস্থায়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে, দেশটির অরেগন রাজ্য থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২০১৮ সালে ব্যবসায়িক কাজে শিকাগো যাচ্ছিলেন এপ্রিল গ্যাভিন। তখন তার এ সুটকেসটি হারায়।
গ্যাভিন জানান, চলতি সপ্তাহে একটি ফোনকল পেয়ে তিনি যারপরনাই অবাক হয়েছেন। তাকে জানানো হয়, তার সুটকেসটি রয়েছে হিউস্টন বিমানবন্দরে। তিনি আরও অবাক হয়েছেন অন্য একটি তথ্যে। সেটি হলো, সুটকেসটি এসেছে হন্ডুরাস থেকে।
চার বছর পর ফেরত পাওয়া সুটকেসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গ্যাভিন। তবে ভেতরে সবকিছুই ছিল ঠিকঠাক। স্যুটকেসটির উধাও হওয়া সম্পর্কে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, শিকাগোর ফ্লাইটে ওঠার আগে ব্যাগটি যথাযথভাবে স্ক্যান না হওয়ায় খুঁজে পেতে এত জল ঘোলা হয়েছে। সূত্র: ইউপিআই
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post