ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশে দীর্ঘক্ষণ চক্কর দিয়েও নামতে পারেনি ৬ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি ফ্লাইট নির্ধারিত সময়ে ওঠা-নামা করতে পারেনি। দুটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেট ও কলকাতায় চলে গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সকালে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এর ফলে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ১০টায় কুয়াশার কারণে ওমান থেকে আসা সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে। ফলে, উক্ত ফ্লাইট গুলো দেরিতে অবতরণের কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাদে বাকী ৫টি ফ্লাইট উড্ডয়নেও বিলম্ব করে।
রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষাকৃত ফ্লাইটগুলোর জট দেখা যায়। এদিকে, ফ্লাইট উঠানামায় ব্যহত হওয়ায় বিমানবন্দরে আগত স্বজনরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক প্রবাসীর আত্মীয় সজন এসেছিলেন প্রিয়জনদের স্বাগত জানাতে, কিন্তু যথাসময়ে ফ্লাইট অবতরণ না করায় ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে অনেকের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post