চার বছর আগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে পুলিশ কর্মকর্তাদের পদায়নের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত চার বছরে তা বাস্তবায়ন হয়নি। করোনার দুই বছর বাদে আবারও অনুষ্ঠিত হতে যাওয়া পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে একই দাবি জানাবে পুলিশ। এ ছাড়া পুলিশের গ্রেড-১ পদ নিয়ে জটিলতা নিরসনসহ আরও ১৮টি অতিরিক্ত আইজিপি পদসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
দূতাবাসে পুলিশ কর্মকর্তার পদায়ন দাবি
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন দেশে বাংলাদেশের ৬০টিরও বেশি দূতাবাস ও মিশন রয়েছে। কোনো কোনো দেশে দূতাবাসের কার্যক্রম রয়েছে একাধিক শহরে। এসব দূতাবাস ও মিশনে অ্যাম্বাসেডর বা হাইকমিশনারের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অ্যাডমিন বা ইকোনমিক ক্যাডারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হয়। তবে, প্রবাসী বাংলাদেশিরা সাইবার অপরাধ, পাসপোর্ট ও ভিসা ভেরিফিকেশনসহ বিভিন্ন সময় নানা জটিলতা ও আইনি সমস্যায় পড়েন। এক্ষেত্রে দূতাবাস ও হাইকমিশনগুলোতে পুলিশ সদস্যদের ডেপুটেশন রাখার দাবি পুরোনো।
প্রধানমন্ত্রীর নির্দেশের পরও গত চার বছরে সেই দাবি বাস্তবায়ন হয়নি। হয়নি বিদেশ মিশন কিংবা দূতাবাসে পুলিশ কর্মকর্তা পদায়ন। দফায় দফায় পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও রহস্যজনক কারণে তা আলোর মুখ দেখছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা ঢাকা, দূতাবাস বা মিশনগুলোতে সহকারী পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের নিয়োগ করা যেতে পারে। যারা প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দেবেন। সেই দেশের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পাসপোর্ট ও ভিসা ভেরিফিকেশনের কাজও দ্রুত করা সম্ভব হবে। কারণ, দেশে এসব কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এছাড়া ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে কাজ করাও সহজ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
পুলিশের দাবি-দাওয়ার বিষয়ে বাহিনীটির সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসে তাদের পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তাদের নাগরিকদের সুরক্ষা এবং আইনি সহায়তা দেওয়ার জন্য তারা আমাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করে থাকেন। কারণ, একজন পুলিশ অন্য পুলিশের ভাষাটা খুব সহজে বোঝেন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের জন্যও নিজস্ব পুলিশ নিয়োগ করা প্রয়োজন। কিন্তু প্রধানমন্ত্রী বলার পরও কেবল আমলাতান্ত্রিক জটিলতা ও প্রফেশনাল জেলাসির কারণে মিশনগুলোতে পুলিশ কর্মকর্তাদের পদায়ন করা যাচ্ছে না। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে দ্রুতই এটা করা উচিত। এতে বাংলাদেশি প্রবাসীরাই বেশি উপকৃত হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post