ওমানের মাস্কাট সহ বেশকিছু শহরের ফুটপাতে দোকান বসানোর দায়ে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ২৪ ডিসেম্বর দেশটির আল সিব ও মাওয়ালা সহ বেশকিছু বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে রাস্তায় দোকান বসানোর দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় প্রবাসী ছাড়াও বেশ কয়েকজন ওমানি নাগরিকের দোকানও বাজেয়াপ্ত করে পুলিশ।
রয়্যাল ওমান পুলিশ এবং লেবার কোর্টের যৌথ অভিযানে এসময় আরো অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রবাসীরা ওমানের শ্রম আইন ভঙ্গ করেছে এমনটি জানিয়েছে পুলিশ। মাস্কাট পৌরসভা জানায়, পরিবেশের জন্য হুমকি, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং শহরের সৌন্দর্য নষ্টের জন্য তাদের পণ্য বাজেয়াপ্ত করা হয়।
মাস্কাট পৌরসভা জানিয়েছে, স্বাস্থ্যসম্মত এবং দূষণমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। এমতাবস্থায় রাস্তাঘাটে অবৈধ দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়। পৌরসভার মতে, পথের বিক্রেতাদের দ্বারা সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত ক্ষতির মধ্যে আছে- দৃশ্যমান দূষণ এবং বর্জ্য দিয়ে শহরের নান্দনিকতা নষ্ট করা হয়।
বিক্রেতারা ভোক্তাদের জন্য ক্ষতিকারক এমন সামগ্রী বিক্রি করতে পারে, যা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এতে বিক্রেতা এবং পথচারীদের অতিরিক্ত ভিড়, সেইসাথে কর ফাঁকি এবং সংগঠিত ব্যবসার অবৈধ প্রতিযোগিতার কারণে যান চলাচলে বাধা পড়তে পারে। তাই সকল প্রবাসী ও নাগরিকদের আইন মেনে চলতে আহ্বান জানিয়েছে পৌরসভা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post