যথাযথ মর্যাদায় পালিত ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলো বাঙালি জাতির বীরত্বের ও আনন্দের বিজয় দিবস উদযাপন। অবিস্মরণীয় এই দিনকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহ প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছেন। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন এটি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন এই ১৬ ডিসেম্বর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ সহ প্রবাসীদের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। ওমান ছাড়াও মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে বিজয় দিবস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post