ওমানের সেনাজ থেকে এক ওমানি নাগরিকের বাসা থেকে মানসুরা বেগম (৩৫) নামে এক বাংলাদেশি গৃহকর্মী পালিয়ে গেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের খালপাড় গ্রামে। তার বাবার নাম ইসলাম ফকির। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ওমানের সেনাজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ওমানি মালিক।
এ ব্যাপারে একই মালিকের আরেক বাংলাদেশি নারী গৃহকর্মী প্রবাস টাইমকে বলেন, ‘আমি গত ৭ বছর যাবত এই মালিকের অধীনে কাজ করছি। কয়েক মাস আগে আরেকজন গৃহকর্মীর জন্য মালিক আমাকে বললে আমি আমার গ্রাম থেকে মানসুরাকে ভিসা দিয়ে নিয়ে আসি।
এক্ষেত্রে ওমান আসার সকল খরচ এমনকি মানসুরার পাসপোর্ট বানানোর খরচ পর্যন্ত ওমানি মালিক দিয়েছেন। তাকে আনতে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে মালিকের। কিন্তু সে ওমানে এসে মাত্র এক মাস কাজ করেই গত ৬ সেপ্টেম্বর মালিকের ঘর থেকে পালিয়ে যান। এমতাবস্থায় মালিক আমাকে দোষারোপ করছে এবং আমার থেকে মাসে মাসে খরচ কেটে রাখতেছে।
এদিকে মানসুরার বিরুদ্ধে ওমানের সেনাজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ওমানি মালিক। এমতাবস্থায় তার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। 71557257
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post