সংসারের চাকা সচল করতে গত ১৫ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারুন অর রশিদ (৪৫)। তার কঠোর পরিশ্রমে সংসার ভালোই চলছিল। হঠাৎ চলতি বছরে গত ২৫ আগস্ট সৌদি থেকে তার ছেলেকে জানানো হয় বাবার মৃত্যুর সংবাদ। পরে জেলা প্রশাসকের সহযোগিতায় হারুনের মৃত্যুর খবরটি নিশ্চিত হয় হারুনের পরিবার। সৌদিতে পরিচিত কেউ না থাকায় মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তায় পড়েন পরিবার। অবশেষে ২ নভেম্বর সন্ধ্যায় বাক্সবন্দী হয়ে বাড়ি ফিরলেন হারুন।
মৃত হারুনের ছেলে পারভেজ রশিদ বলে, ‘আমার বয়স যখন এক বছর তখন বাবা সৌদি আরবে যান। ১৫ বছর ধরে তিনি সেখানকার একটি কোম্পানির গাড়ি চালাতেন। আয় রোজগারও ভালোই ছিল। চলতি মাসে বাবার দেশে ফেরার কথা ছিল। প্রতিদিন অন্তত একবার আমার সঙ্গে বাবার কথা হতো। কিন্তু আগস্ট মাস থেকে বাবাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ২৫ আগস্ট সৌদি থেকে আমাকে ফোন করে বলা হয়, আপনার বাবা মারা গেছেন।’
পরবর্তীতে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের মাধ্যমে পরিবার জানতে পারে সৌদিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। পুড়ে যাওয়া শরীরের কিছু অংশ সেখানকার মর্গে রাখা হলে পরে দূতাবাসের আবেদনে সে দেশের হাসপাতাল কর্তৃপক্ষ লাশ ফেরত পাঠাতে সম্মত হয়।
অবশেষে নানা আনুষ্ঠানিকতা শেষে বুধবার সন্ধ্যা ৬টায় কফিনবন্দি হারুনের লাশ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার নিজ বাড়িতে পৌঁছায়। কফিনবন্দি হয়ে হারুন বাড়িতে এলেও একনজর দেখতে পাননি তার স্বজনেরা। স্বজনরা জানান, আগুনে পুড়ে মৃত্যু হওয়ায় তার শরীরের অধিকাংশ ছাই হয়ে গেছে। অবশিষ্ট দেহাবশেষ বিশেষ ব্যাগে করে আনা হয়েছে, যা দেখার মতো নয়।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার। দীর্ঘদিন বিদেশে চাকরি করলেও মৃত্যুর পর কোম্পানি থেকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। এমনকি বিমার টাকা পর্যন্ত দেওয়া হয়নি এমন অভিযোগ পরিবারের। ক্ষতিপূরণ আদায়ে সরকারের সহযোগিতা চেয়েছে প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধার পরিবার।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post