ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। ডিআইপি’র ডিজি পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ২৫ অক্টোবর এ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। মেজর জেনারেল আনোয়ার ডিআইপির মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিআইপির ডিজির দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ডিআইপির ডিজির পদটি শূন্য থাকায় অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর অবসান ঘটল।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post