করোনাভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্তে ১৩ ই জুন থেকে মাসিরাহয় সকল অভ্যন্তরীণ ও বহিরাগত ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির পরিবহনমন্ত্রী।
পরিবহন মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “মাসিরাহ লকডাউন হওয়ায় ও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা কমিয়ে নিয়ে আসার জন্য এবং সুপ্রিম কমিটির সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুনঃ ওমানে পুনরায় লকডাউন, ট্রাক চালকদের নতুন নির্দেশনা
বিবৃতিতে আরও বলা হয় যে,” তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য সংক্ষিপ্ত পরিসরে ফেরি চলাচল করবে। সুপ্রিম কমিটির পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।”
আরও দেখুনঃ সুলতান কাবুসের সেই রহস্যময় চিঠিতে কি লেখা ছিল?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post