যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উদযাপন করেছেন প্রবাসীরা। শুক্রবার (২১- অক্টোবর) দেশটির ইবরা জেলার আলাইয়া অঞ্চলে এ উপলক্ষে ২৪টি গরু জবাই করে এক বিশাল আয়োজন করেন অত্র অঞ্চলের বাংলাদেশি প্রবাসিরা। বিদেশে থাকলেও আয়োজনে কোন কমতি ছিলনা। চট্টগ্রামের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন করেন তারা। এতে প্রায় ১৫ হাজার প্রবাসী অংশগ্রহণ করেন।
মানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিবস উপলক্ষে প্রতি বছরই এমন আয়োজন করেন প্রবাসীরা। আয়োজক কমিটির পক্ষথেকে প্রবাস টাইমকে জানানো হয়, মাহফিলে ওমানের বিভিন্ন প্রদেশ থেকে ওলামায়ে কেরাম ও শায়েরবৃন্দ উপস্থিতি ছিলেন। সেইসাথে প্রবাসের মাটিতে ঈদে মিলাদুন্নবীর আমেজ ভাগাভাগি করে নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নবী প্রেমিক প্রবাসীরা। সাড়া দিনের নানা আয়োজন শেষে মাগরিবের পর মোনাজাত করা হয়। এতে প্রবাসে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয়। এতে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, ওমানি সহ বিভিন্ন দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post