শনিবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের আপডেট তথ্যে জানিয়েছে যে, দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ছয় জন ও মারা গিয়েছেন তিন জন। যার মধ্যে ৫৭১ জন প্রবাসী ও ৪৩৫ জন ওমানি নাগরিক।
এমওএইচ’র অনুসারে, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২২ হাজার ৭৭ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৫৩০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯৯ জন।
আরও পড়ুনঃ ওমানে পুনরায় লকডাউন, ট্রাক চালকদের নতুন নির্দেশনা
সুপ্রিম কমিটি ও এমওএইচ কর্তৃক সামাজিক দূরত্বের নির্দেশাবলী মেনে চলার পাশাপাশি প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেনও বাইরে না যায় তার জন্য সকলকে অনুরোধ হয়েছে।
আরও দেখুনঃ সুলতান কাবুসের সেই রহস্যময় চিঠিতে কি লেখা ছিল?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post