ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরব যেয়ে অবশেষে গাড়ির চাপায় পিষ্ট হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত মাওলানা মাইনুদ্দিন নামের উক্ত প্রবাসীর গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় কর্মস্থলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গেলে আহত হন মাওলানা মাইনুদ্দিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মাইনুদ্দিন গত ১৮ মাস আগে সৌদি আরব যান। আকামা এবং স্পন্সর না থাকায় গত ৬ মাস ধরে অবৈধভাবে কাজ করছিলেন তিনি। মাওলানা মাইনুদ্দিনের মরদেহ দেশ ফিরিয়ে আনতে জেদ্দা বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতা চেয়েছে তার পরিবার।
এর আগে গত ১১ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টায় মাখাইল আল বিরিক নামক স্থানে পৃথক এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলম নামে এক প্রবাসী মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে।
জানাগেছে, উক্ত প্রবাসী আবহার মাহেল সানাইয়া এলাকায় অ্যালুমিনিয়ামের কাজ করতেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন তিনি। বিকালে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post