কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। গত ১১ জুন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আরব টাইমস। তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ– সিআইডি।
আরও পড়ুনঃ ওমানের আউট পাশের ব্যাপারে দূতাবাসের বিজ্ঞপ্তি
আরব টাইমস জানিয়েছে, রোববার (১৪ জুন) তার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে। মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে পাপুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি লক্ষ্মীপুর–২ আসনের সংসদ সদস্য।
আরও দেখুনঃ ওমানে ৭০ লাখ টাকার বাইক চালাচ্ছে বাংলাদেশী নুর মুহাম্মাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post