মহামারী করোনায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে। ভিজিট ভিসায় গিয়ে আটকে পড়া, অসুস্থ ব্যক্তি, ব্যবসায়ী, অসহায় ও কর্মহীন যারা দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের এই ফ্লাইটে পাঠানো হল।
শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় রাত ৯ টায় দুবাই থেকে ৪২১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (বিজি-৪১০৮)। বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমিরাতে থাকা বিভিন্ন ব্যবসায়ী এবং প্রবাসী পরিবারের সদস্যরা।
আমিরাতে এখনো অনেক প্রবাসী আছেন যাদের দেশে ফেরা জরুরি। তাদের মধ্যে গুরুতর অসুস্থ, বয়স্ক নারী ও পুরুষ রয়েছেন। তাদের দেশে ফেরাতে আরও কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান প্রবাসীরা।
আরও পড়ুনঃ ওমানের আউট পাশের ব্যাপারে দূতাবাসের বিজ্ঞপ্তি
এদিকে আমিরাতের পার্শ্ববর্তী দেশ ওমান থেকে দেশে ফিরতে অধীর আগ্রহ নিয়ে রয়েছে বহু প্রবাসী বাংলাদেশী, নিজ খরচে দেশে ফিরতে ইচ্ছুক এইসব প্রবাসীদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দ্রুত দেশে ফেরত নেওয়ার দাবী জানিয়েছেন ওমান প্রবাসীরা।
আরও দেখুনঃ ওমানে ৭০ লাখ টাকার বাইক চালাচ্ছে বাংলাদেশী নুর মুহাম্মাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post