গ্রিসে এক বাংলাদেশির হাতে রুনা আক্তার (৩৬) নামে আরেক বাংলাদেশি নারী খুন হয়েছেন এমন খবর পাওয়া গেছে। গত ২৮ আগস্ট দেশটির রাজধানী এথেন্সের কিপসেলির তেনেদু স্ট্রিটে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত রুনা নারায়ণগঞ্জের রিপন মিয়ার স্ত্রী। এ ঘটনায় ৪০ বছর বয়সী আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ও রুনা এথেন্সের একটি কারখানায় কাজ করতেন।
গ্রিসের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এথেন্সের কিপসেলির একটি রাস্তায় বাংলাদেশি রুনাকে জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। নিহত রুনার স্বামী এবং তদন্ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশি এক ব্যক্তিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। ওই ব্যক্তি রুনাকে রাস্তার মাঝখানে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ বলছে, নিহত রুনার স্বামী কিছুদিন ধরে বেকার ছিলেন। তার কাছে টাকা পেতেন তিনি। এসব নিয়ে রুনা এবং তার স্বামীর সঙ্গে বিরোধ ছিল। এদিকে হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলের পাশের একটি ডাস্টবিন থেকে উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post